(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Sunday, February 11, 2018

ABHIMAN (অভিমান) By MIZAN Lyrics | EMON CHOWDHURY | MEHEDI HASAN LIMON | LYRICS | EID EXCLUSIVE 2017



রাতগুলো জ্বালেনা আলো
ধূসর, ধূসর মেঘে ঢাকা প্রিয় দিন।
আগুন বুকেও ভালো আছি
অভিমান, অভিমান শুধু বাড়ায় ঋণ

রাতগুলো জ্বালেনা আলো
ধূসর, ধূসর মেঘে ঢাকা প্রিয় দিন।
আগুন বুকেও ভালো আছি
অভিমান, অভিমান শুধু বাড়ায় ঋণ

মোমের আঁচে জ্বলছে সময়
স্লিপিং পিলের রাত নেই ছুটি।
সুখের জ্যামিতি ভুলে হৃদয়
ভুল, ভুল আকুতির লেখা চিঠি

রাত ছাড়া অন্ধকার
দিনেও নেই আলো।
এখানে আমি একা
তবু আছি খুব ভালো।

রাত ছাড়া অন্ধকার
দিনেও নেই আলো।
এখানে আমি একা
তবু আছি খুব ভালো।

মিছে কিছু ব্যাথা ভিজে একা
তোমার স্মৃতি জমে ধুলো।
বোবা অভিমানে ভুল কারণে
করে গেলে এলোমেলো।

রাত জাগা জোনাকি জানে
রুমাল শুকায় জল কত!
মনগড়া কত অভিযোগ
এখনো কাঁদায় অবিরত।

রাত ছাড়া অন্ধকার
দিনেও নেই আলো।
এখানে আমি একা
তবু আছি খুব ভালো।

রাত ছাড়া অন্ধকার
দিনেও নেই আলো।
এখানে আমি একা
তবু আছি খুব ভালো।

রাত ছাড়া অন্ধকার
দিনেও নেই আলো।
এখানে আমি একা
তবু আছি খুব ভালো।

রাত ছাড়া অন্ধকার
দিনেও নেই আলো।
এখানে আমি একা
তবু আছি খুব ভালো।

No comments:

Post a Comment